মামাদের বাড়ী
একবার আমাদের বাড়ী থেকে ছোট খালাদের বাড়ী গেলাম। কাছেই খালাদের বাড়ী, বাসে দুটাকা ভাড়া। এই খালার বড় মেয়ে নাড়া। আমার থেকে এক বছরের বড়। নাম রেহানা। রেহানা সহজে আমার ফাদে পা দেয়নি। তার জন্য অনেক চেষ্টা চরিতার্থ করতে হয়েছে। কারণ, তাকে একা পাওয়াও অসুবিধা হয়েছিল। তাই সুযোগ পেলেই জাপটে ধরে চুমু খেয়েছি, জোর করে মাই […]