পূর্ণিমাদের বাড়ীর সামনে এসেই থমকে দাড়াল বিকাশ, বাড়ীতে লোকজনের সাড়াশব্দ ছিল না। তবে কি বাড়ীতে কেউ নেই। কিন্তু এই সন্ধ্যে বেলায় এরকম হয় না। বিশেষ করে আজ কালোজ্জে বসে শ্যামলী বলেছিল, সে আজ তার মাসীদের বাড়ী আর্থাৎ ক্ষুণিমাদের বাড়ীতে বেড়াতে আসবে।
শ্যামলী বিকাশের ক্লাসমেট, ওরা কাথি কলেজে পড়ে শ্যামলীদের বাড়ী যদিও কাথীতে তবুও মাঝে মাঝে ফে রানংলারে অর্থাৎ বিকাশের গ্রামে তার মাসীর বাড়ীতে আসে৷ তথা মাঝে মাঝে পূর্ণিমাদের বাড়ীতে আড্ডা দিতে যায় বিকাশ। আজ কালোজ্জে বসে শ্যামলি বলেছিল আজ সন্ধ্যায় মাসীমাদের বাড়ীতে আস। আমি আজ বিকালে রামনগর যাব। সেই হিসাবেই বিকাশ এলো পূর্ণিমাদের বাড়ীর সামনে।
পূর্ণিমা বিকাশের সমবয়সী, অথচ পড়াশুনায় ভাল না। এখনও স্কুলের গণ্ডী পার হতে পারেনি। কিন্তু সব সময় সাজ-গোজ করে থাকে অত্যাধুনিক মেয়েদের মতো। এই গ্রামে তার মত মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাঝে না। রঙ টা না থাকলেও যৌবনের উগ্রতা রয়েছে পূর্ণিমার মধ্যে। ভরা নদীর মতো পূর্ণিমার যৌবনের উষ্ণতা। এজন্য পূর্ণিমায় মনে একটু অহংকারও আছে। সে ভাবে, সব ছেলেরাই ওর জন্য পাগল। বিকাশ কিন্তু কোন সময়ই পূর্ণিমাকে ততটা গুরুত্ব দেয় না। তবে পূর্ণিমার অনেক আগ্রহ বিকাশের প্রতি। ইতিমধ্যে পূর্ণিমা দুটো প্রেম পত্রও দিয়েছে কিন্তু বিকাশ তার কোনরকম উত্তর দেয়নি। উপরন্তু শ্যামলীর সঙ্গে মেলামেশা করায় পূর্ণিমা বিকাশের উপর প্রচণ্ড ক্ষুব্ধ সেটা তার হাবেভাব দেখলেই বোঝা যায়।
বিকাশ শ্যামলীকে ভালবাসে। শ্যামলীর রঙে পূর্ণিমার মত উগ্রতা নেই। আছে এক ধরণের লাবণ্য ও স্নিগ্ধতা যা দেখলে মানুষের মন শ্রদ্ধায় নত হয়। অথচ পূর্ণিমাকে দেখলে বিকাশের মনে প্রচণ্ড কামভাব জাগরিত হয় মনে হয় পূর্ণিমার দেহটাকে দু হাতে দলাই মলাই করে ছিড়ে কামড়ে শেষ করে দেয়। শ্যামলীর প্রতি বিকাশের এই দূর্বলতা থাকা সত্ত্বেও শ্যামলীকে এতদিনে সে কিছুই বলতে পারেনি। বিকাশ রোমান্টিক পরিবেশ সৃষ্টি করেত গেলেই শ্যামলী ঠাট্টা রসিকতার মাধ্যমে ঘটনাটাকে এমন হাল্কা করে দেয় যে বিকাশের বোকা বনে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। তার বিশ্বাস একদিন না একদিন সে শ্যামলীর মন জয় করতে পারবে।
পূর্ণিমাদের বাড়ীর দিকে ভাল করে তাকাতেই জানলা দিয়ে মৃদু আলোর আভাস দেখল বিকাশ। তাহলে বাড়ীতে নিশ্চই লোকজন আছে। হয়ত শ্যামলীও এসেছে সেই ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গেল বিকাশ। দরজা বন্ধ অবস্থা দেখে কি করবে ভেবে উঠতে পারল না বিকাশ। একবার ভাবল ফিরে যাই। আবার, শ্যামলীকে সামনে দেখতে ও একটু কথা বলার লোভ সামলাতে পারল না সে। অগত্যা পূর্ণিমার মাকে ডাকল বিকাশ।
—মাসীমা, ও মাসীমা বাড়ী আছেন?
ভিতর থেকে পূর্ণিমার গলা ভেসে এলো—কে বিকাশ ?
বিকাশ বাইরে থেকেই উত্তর দিল-হ্যারে আমি। কিন্তু বাড়ীতে তো কাউকেই দেখছি না। সব গেল কোথায় ?
পূর্ণিমা ভিতর থেকে উত্তর দিল, কেউ নেই তো কি হয়েছে? আমি তো আছি। আয় ভিতরে আয়। দরজা খোলাই আছে।।
বিকাশ একটু ইতস্ততঃ করল। কি করবে ভেবে উঠতে পারল না সে। পূর্ণিমাকে মনে মনে একটু ভয়ও পায় বিকাশ, না জানি মেয়েটা কখন কি করে ফেলে। আবার ভাবল শ্যামলী নিশ্চয় ঘরে আছে। তাই আস্তে আস্তে ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকল সে।
ঘরে পূর্ণিমা ছাড়া আর কেউ নেই। বালিশে বুক রেখে উপুড় হয়ে শুয়ে হ্যারিকেনের আলোয় কি যেন পড়ছে পূর্ণিমা, শরীরে টেপ ছাড়া অন্য কোনো পোশাক নেই তার, এমনিতেই টেপ পড়লে মেয়েদের বুকের সবকিছুই দেখা যায়। তার উপর বালিশে ভর দেওয়াতে টেপের উপর দিয়ে পূর্ণিমার সুডোল নরম বুক দুটো সম্পূর্ণ ভাবেই পড়েছে সামনের দিকে। বুকে বিন্দু বিন্দু ঘাম জমায় হ্যারিকেনের আলোয় তা চিকচিক করছে, মেয়েরা টেপ পরে কেন একথাটা কিছুতেই ভেবে পায় না বিকাশ পোশাকের আসল কাজ লজ্জা নিবারণ করা। কিন্তু টেপ পড়লে তো লজ্জার কিছুই নিবারণ করা যায় না। সামনের থেকে, পাশ থেকে বুকের সব কিছুই দেখা যায়। পূর্ণিমার টেপের নিমাংশ ভাজ হতে হতে কোমরের কাছে এসে জড়ো হয়েছে। ফলে পূর্ণিমার নীল রঙের প্যান্টটা পরিস্কার দেখতে পাছে বিকাশ। কলসীর মতো পূর্ণিমার ভারী নিতম্ব কে ঘিরে আছে প্যান্টটা। প্যান্টের তলা থেকে শুরু হয়েছে বাক্স নেওয়া কলাগাছের মতন মসৃণ মাংসল উরুদুটো।
উত্তেজনায় ঘনঘন নিঃশ্বাস পড়ছে বিকাশের। এরই মধ্যে ঘামতে শুরু করেছে সে। এখন তার কি করা উচিত কিছুই ভেবে পেল না সে, উত্তেজিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বিকাশ।
পূর্ণিমা ডাকল, “এই , বিকাশ’ দাঁড়িয়ে আছিস কেন? এইখানে এসে বোস। বসে বিছানায় তার পাশেই জায়গা দেখিয়ে দিল।
বিকাশের বিছানায় এসে বসতেই পূর্ণিমা বইটা এগিয়ে দিয়ে বলল, ছবিগুলো দেখ। কি সুন্দর তাই না। বিকাশ ইতস্ততঃ ভাব দেখে পূর্ণিমা উঠে বলল, আয়ত এদিয়ে আয় তোকে একটা জিনিস দেখাব। বিকাশ তাকিয়ে দেখে একটা বিদেশী পর্নোগ্রাফীর বই দেখছিল পূর্ণিমা, যার প্রতি পৃষ্ঠায় রয়েছে নারী পুরুষের বিভিন্ন ভঙ্গিমার যৌন মিলনের দৃশ্য।
উত্তেজনায় বিকাশের হাত পা বেশী করে কাপতে আরম্ভ করেছে। কানের পাতা দুটো যেমন কেমন গরম হয়ে উঠেছে। বুকের ভিতরে হৃৎপিন্ডটা জোরে লাফাতে আরম্ভ করেছে। নির্জন বাড়ী, পূর্ণিমার অর্ধ-অনাবৃত ছবিগুলো তাকে পাগল করে তুলেছে, নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছে না সে। তার এই অবস্থা দেখে পূর্ণিমা বইয়ের একটি ছবি দেখিয়ে বলল, কারও সঙ্গে এরকম করেছিস কোন দিন?
উত্তেজনায় গলা দিয়ে স্বর বেরোলো না বিকাশের, হয়ত কিছু বলতে চেষ্টা করেছিল সে, কিন্তু আবেগে গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ ছাড়া আর কিছু বেরোল না তার।
পূর্ণিমা আরো কাছে এসে বিকাশের শরীর ঘেসে বসল, পূর্ণিমার শরীরে স্পর্শ লাগছে তার। একটা নরম মাংসপিন্ড বিকাশের কাঁধের সঙ্গে লেপটে আছে, পূর্ণিমা বিকাশকে আরো উত্তেজিত করার জন্য। তার কোমল হাত দিয়ে বিকাশের উরুর উপর আস্তে আস্তে সুড়সুড়ি দিতে লাগল। নিজেকে আর স্থির রাখতে পারল না বিকাশ। তার পৌরুষ ক্ষুধার্তের মত পূর্ণিমাকে বুকে চেপে ধরল সে।
পূর্ণিমা বলল-দাঁড়া, এত তাড়াহুড়া করছিস কেন? আগে। আলোটা নিভিয়ে দিই, তারপর তোর যা ইচ্ছা করিস। আলো নিভিয়ে পূর্ণিমার কাছে আসতেই পূর্ণিমার মেরুদ্বয়ের উপর ঝাপিয়ে পড়ল। বিকাশ, হাতের সখ মেটাবার পর বিকাশ কম্পমান হাত খেলা করতে লাগল পূর্ণিমার নরম শরীরে। অতঃপর চুড়ান্ত সাফল্য পৌছানোর জন্য বিকাশ পূর্ণিমার প্যান্টের দড়ি হাতড়াতে লাগল।
পূর্ণিমা বাঁধা দিয়ে বলল—আজ তুই আমাকে একটা সত্যি কথা বলবি? তাহলে আমি এখন তোর সঙ্গে শুতে রাজি আছি।
পাগল প্রায় বিকাশের সে সব ভাবার সময় নেই, সে এখন যে কোন প্রকারে পূর্ণিমার দেহটাকে চায়। পূর্ণিমার দেহের জন্য তার দেহ মন উন্মাদ হয়ে গেছে, তাই কিছু না ভেবেই বলল, বল।
পূর্ণিমা জিজ্ঞাসা করল, তুই তো শ্যামলীর সঙ্গে ঘুরিস, শ্যামলীর সঙ্গে কদিন শুয়েছিস বল, সত্যি করে বলবি কতদিন শুয়েছিস বল, সত্যি করে বলবি কিন্তু।
বিকাশ কম্পিত স্বরে উত্তর দিল, একদিন ও নয়।
—মিথ্যা কথা। তুই আমাকে মিথ্যে বলছিস, যা তোর সঙ্গে আমি শোব না। তুই চলে যা।।
-না, না, পূর্ণিমা, তুই আমাকে ফিরিয়ে দিস না, আমি সত্যি করে বলছি একদিন শুয়েছিস।– পূর্ণিমাকে এখন পাওয়ার আশায় মিথ্যার আশ্রয় নিল বিকাশ।
পূর্ণিমা বলল, আবার মিথ্যে কথা। সরে যা তুই আমার গায়ে হাত দিস না। অগত্য বিকাশ বলল, এই তোকে ছুয়ে বলছি, বিশ্বাস কর, মাত্র তিনদিন ওর সঙ্গে শুয়েছি। বলেই পূর্ণিমার বুকের মাঝে আনাড়ীর মত হাতড়াতে লাগল।
পূর্ণিমা বলল, দাঁড়া অত তাড়াহুড়ো করিস নে। আগে বল কোথায় করেছিস?
বাড়ীতে।
—অসম্ভব। তুই আবার মিথ্যে বলছিস, বাড়ীতে কি করে হবে?
-না না দীঘায়।
-দীঘায় কোথায় ?
—ঝাউবনে।
—ফের মিথ্যে কথা। ঝাউবনে অত লোকের মধ্যে কি করে হবে রে বল?
—তাহলে হোটেলে।
—আবার তাহলে কি? যা সত্যি তাই বল।
—হারে, হোটেলে ও তোদের বাড়ীতে আসার নাম করে দীঘায় চলে যেত। তারপর আমরা তিনবার একরাত করে দীঘায় ছিলাম।
এটা আবার মিথ্যা বলছিস না তো?
–মা কালীর দিব্যি, তোকে মিথ্যে বলব কেন? এবার আর বাধা দিসনে, প্যান্টটা খোলবার চেষ্টা করল বিকাশ।
দাঁড়া খুলছি তোর যেন সবুর সয় না। তার আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি, বলেই বিকাশকে বিছানায় রেখে দরজার দিকে এগোল পূর্ণিমা দরজার কাছে এসে দরজা বন্ধ না করে হঠাৎ সে বাড়ীর বাইরে বেরিয়ে পাশের বাড়ীর উদ্দেশ্যে যেতে যেতে বলল।
—বৌদি, ও বৌদি কি করছো? রান্না চাপিয়েছ নাকি? নাহলে আমাকে সেলাইটা একটু দেখিয়ে দিয়ে যাওনা।
Leave a Reply